সরকার পাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত সরকার বংশিয় মানুষদের বাসস্থান, এই স্থানটি রংপুর বিভাগের অধিনস্ত কাউনিয়া উপজেলার ২নং হারাগাছ ইউনিয়নে অবস্থিত। উল্লেখ্য সরকার বংশিয় মানুষদের আদিনিবাস ছিলো কুড়িগ্রাম জেলার চিলমারি নামক এলাকায়। সরকার পাড়ার প্রতিষ্ঠাতা মিয়াজন সরকারের হাত ধরে সকল সরকার বংশিয় মানুষজন কাউনিয়া উপজেলার ২ নং হারাগাছ ইউনিয়নে স্থানান্তরিত হয়।